বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রবিবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক পরিপত্রে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এই পরিপত্রে শর্তসাপেক্ষে নতুন এই ভাতা কার্যকরের কথা বলা হয়।
তবে এই সিদ্ধান্তকে “অপর্যাপ্ত ও অবমাননাকর” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখিত প্রতিক্রিয়ায় বলেন,
“আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রজ্ঞাপনটির সত্যতা নিশ্চিত হয়েছি। কিন্তু মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা এটি প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও বলেন, “১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সে অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। তাই আমরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব।”
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ করে বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিলেন।
নেপালে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।