আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে মহাকাশ থেকে উড়ন্ত পিঁপড়ার বিশাল এক ঝাঁক দেখা গেছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, পিঁপড়াদের এ সমাবেশ অন্তত ৫০ মাইল দীর্ঘ হয়। যার অবস্থান ছিল কেন্ট ও সাসেক্স কাউন্টির আকাশ জুড়ে।
লন্ডনের আকাশেও ছোট একটি ঝাঁক দেখা গেছে। আবহাওয়া অফিসের একটি ভিডিও টুইটে বলা হয়, রাডারে দক্ষিণপূর্বাঞ্চলজুড়ে উড়ন্ত পিঁপড়ার ওই ঝাঁক ধরা পড়ে।
শরতকালের গরম, আদ্র এবং বাতাসহীন দিনে ব্যাপকভাবে পিঁপড়ার সমাবেশ ঘটতে দেখা যায়। এসময় ফ্লাইং অ্যান্ট ডে হয়ে থাকে।
আবহাওয়া অফিসের এক মুখপাত্র জানান, ওই ঝাঁকে কয়েক হাজার পিঁপড়া ছিল। বিষয়টিকে অস্বাভাবিক নয় বলে জানান তিনি। বলেন, ঠিক একইরকম ঘটনা গেলো বছরে ফ্লাইং অ্যান্ট ডে’তেও একবার হয়েছে।
ফ্লাইং অ্যান্ট ডে’তে, রানী পিপড়া তার সঙ্গীর সঙ্গে মিলনের জন্য বাসা ছেড়ে বাইরে যায়। ওইদিন, অসংখ্য পিঁপড়া সমাবেশ করে।
ব্রিটিশ রয়্যাল বায়োলজি সোসাইটি জানায়, সবসময় একইদিনে ফ্লাইং অ্যান্ড ডে হয় না। তবে জুন এবং সেপ্টেম্বরের অধিকাংশ সময়ে কীটপতঙ্গের এ ধরনের সমাবেশ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।