Advertisement
স্বাস্থ্য ডেস্ক : ৫৪টি নমুনা পরীক্ষা করা হলেও দেশে এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ হাজার ২১৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানান তিনি।
ফ্লোরা জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর হার কমে এসেছে। নতুন কোনও দেশে আর কেউ আক্রান্ত হয়নি। তারপরও দেশের বিমানবন্দরগুলোয় স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও এখনও তেমন অগ্রগতি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।