স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ব্যর্থতা থেকেই প্রশ্ন উঠে তামিমের ফিটনেস নিয়ে। যেখানে সাকিব নিজেকে বিশ্বকাপের জন্য তৈরী করতে ওজন কমান সেখানে যেন নিজের ওজনটাই বয়ে বেড়াতে পারেননা দলের ওপেনার। পরবর্তী শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর সেই সমালোচনা আরো তুঙ্গে উঠে।
ইংল্যান্ড বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরটা কেটেছে তাঁর দুঃস্বপ্নের মতন। এরপর চট্টগ্রাম টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ থেকে চলে যান স্বেচ্ছা অবসরে। তবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে সফল এই ওপেনারের শূন্যস্থান পূরণে ব্যর্থ নির্বাচকরা। সৌম্য-লিটন কিংবা অভিষিক্ত শান্ত, কেউই সফল না ইনিংসের শুরুতে।
ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্বে ইতিমধ্যে দুইবার পরিবর্তন এনেছে নির্বাচকরা। ফাইনাল ম্যাচের স্কোয়াড ঘোষণা হয়নি এখনো। ২৪ তারিখ ফাইনালের আগে আজকে হঠাত করেই মিরপুরে অনুশীলন করতে দেখা গেল তামিম ইকবালকে।
তবে দেখা গেলে এক অন্যরকম ফিটনেসের তামিমকে। ছুটে নিয়ে কঠোর পরিশ্রমে ৫ কেজিরও বেশি ওজন কমিয়েছেন এই দেশ সেরা ওপেনার। শ্রীলঙ্কায় সিরিজ সমাপ্ত করে নিজের ফিটনেস ঠিক করার জন্য ব্যক্তিগত একজন ট্রেইনার নিয়োগ দেন তামিম। ব্যংককে গিয়ে সেই ট্রেইনারকে নিয়ে করেন ৪৯ টি সেশন। তার এমন কঠোর পরিশ্রমে ফিটনেস অনেকটাই ঠিক হয়েছে তামিমের। কমেছে ৫ কেজিরও বেশি ওজন।
ব্যাংককে প্রায় এক মাস কাটিয়ে দেশে ফিরে আর বসে থাকেননি তামিম। পরেরদিনই ব্যাট, হেলমেট আর গ্লাভস জোড়া নিয়ে বেরিয়েছেন অনুশীলনে। গতকাল মিরপুরের একাডেমিক মাঠে করেছেন প্রায় দুই ঘন্টা অনুশীলন। এসময় সাংবাদিকদের এড়িয়ে যান তামিম।
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচে ছাড়া আর দেখা যাচ্ছেনা তামিমকে। তবে এর আগে নিজেকে ঝালিয়ে নিতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেট লীগে অংশ নিবেন এই দেশ সেরা ওপেনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।