জুমবাংলা ডেস্ক : কোস্ট গার্ড ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলি ভরা প্রায় পাঁচ হাজার কেজি চিংড়ি জব্দ করেছে। পরে এসব চিংড়ি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে আজ শুক্রবার কোস্ট গার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাগলা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীনের নেতৃত্বে ওই বিশেষ অভিযান চালনো হয়।
অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ৫টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় পাঁচ হাজার কেজি অবৈধ জেলি দেওয়া চিংড়ি জব্দ করা হয়।
এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি ভরা চিংড়ি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
এর আগেও একই এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণে জেলি ভরা চিংড়ি জব্দ করে। এসব অভিযানেও চিংড়ির প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি বলে কোস্ট গার্ড জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।