জুমবাংলা ডেস্ক : গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে টাকা আদায় মামলায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সাথে চার্জ গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন-কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ ও মোর্শেদ বিল্লাহ। রবিবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে টাকা আদায়ের মামলায় চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সাথে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশও দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে আবদুল মান্নানকে তুলে নিয়ে যায় একদল ব্যক্তি। এসময় নিজেদের ডিবি পরিচয় দেয়। আবদুল মান্নানের বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ রয়েছে জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় পুলিশ সদস্য পরিচয়ে অপহরণ এবং মুক্তিপণের অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন আবদুল মান্নান। ঘটনার সাথে ৬ পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা চার্জশিট প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।