৬ মাস নিখোঁজ ছিলেন স্বামী, বিমানবন্দরে প্রেমিকাসহ পাকড়াও করলেন স্ত্রী

প্রেমিকাসহ পাকড়াও করলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৬ মাস নিখোঁজ ছিলেন স্বামী, অবশেষে প্রেমিকাসহ বিমানবন্দরে পাকড়াও করলেন স্ত্রী! ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। খবর আইরিশ সংবাদ মাধ্যম দ্য সানের।

প্রেমিকাসহ পাকড়াও করলেন স্ত্রী

খবর বলা হয়, বিমানবন্দরে দেখা যায় ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা এক যাত্রীর ওপর চেঁচামেচি করছেন এক নারী। চিৎকার করে ওই নারী সামনের ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, ছ’মাস ধরে কোথায় ছিলেন তিনি? অভিযোগ, যে যুবককে ওই নারী মৌখিকভাবে আক্রমণ করছেন, তিনি তার স্বামী।

খবরে আরও বলা হয়, প্রায় মাস ছয়েক ধরে নিখোঁজ ছিলেন স্বামী। হন্যে হয়ে স্বামীকে খোঁজার পর শেষমেশ এই বিমানবন্দরে তার হদিস পান ওই নারী। কিন্তু পুনর্মিলন খুব একটা সুখের হয়নি। কারণ বিমানবন্দরে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রেমিকাও!

‘এ দিল আশিকানা’র সেই নায়িকাকে এখন চেনাই যাচ্ছেনা

স্বামীকে অন্য নারীর সঙ্গে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্ত্রী। সঙ্গে ছিলেন তাদের সন্তানও। গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করেছেন সেখানে উপস্থিত কয়েক জন যাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও।