৬ রানেই ২ উইকেট নেই বাংলাদেশের, সৌম্য-লিটনের বিদায়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই সাজঘরে লিটন দাস। ইনিংসের তৃতীয় বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন দাস। দলীয় ১ রানে ফেরেন এ ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২.১ ওভার শেষে ২ উইকেটে ৮ রান।

অধরা জয় দেবে কী ধরা নাকি খালি হাতেই ফিরবেন টাইগাররা? এমন প্রশ্ন সামনে রেখে আজ বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।

এ ম্যাচ বাংলাদেশের নিয়মরক্ষার বলা হলেও দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ৪-১ ব্যবধানে নাস্তানাবুদ করা অস্ট্রেলিয়াকে হারানোর দাবি রাখেছে আবেগী ক্রীড়ামোদিরা।

জয় পেলে বাংলাদেশ দলের জন্যও ভালো। দৈবক্রমে জিতে গেলে বাংলাদেশের নামের পাশে দুটি পয়েন্ট যোগ হবে। প্রাইজমানি কিছুটা বাড়বে। র‌্যাংকিংয়ে অবনমন ঠেকানো যাবে। আর হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।