জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্বিক হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজারে দুদিনব্যাপী ওরশ প্রায় ৭ শত বছর পর প্রথমবারের মত স্থগিত করা হয়েছে। প্রতিবছর ২০ জুন ৬ আষাঢ় বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে।
দরবার শরীফ পরিচালনা কমিটির যুগ্ম মোতোয়াল্লী এসএম জহিরুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ২০ জুন বাবাজানের ওরশ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে আমাদের প্রিয় মাতৃভূমিসহ সারাবিশ্ব এখন কার্যত স্থবির। রোগটি ছোঁয়াচে হওয়ায় পরস্পরের সাথে স্পর্শতো দূরে থাক, কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাচ্ছে। তাই দেশের দূর-দূরত্ব থেকে আসা ভক্ত ও আশেকদের কথা চিন্তা করে দরবারের এক জরুরি সভায় ওরশ স্থগিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকল ভক্তদের দরবারে না এসে ঘরে বসে মহামারী থেকে সকলেই যেন মুক্তি পান বাবাজানের নিকট এই আর্জি বা প্রার্থনা করা হবে। সকলকে ঘরে থাকার আহবান করছি।
তিনি আরও জানান, প্রতিবছর ওরশ শরীফে লাখ লাখ লোক সমবেত হয়ে থাকেন। এ বছর করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে দু’দিনব্যাপী ওরশ শরীফ স্থগিত করা হয়েছে। প্রায় ৭ শত বছর পর এবারই প্রথম বারের মত ওরশ শরীফ স্থগিত করা হল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, দরবারের ওরশকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তরা দরবারে এসে থাকে। এ বছর করোনোভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে ওরশ শরীফ স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি। থানায় তারা লিখিতভাবেও জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।