সাম্প্রতিক সময়টা ভালো কাটছিল না হাসিব হামিদের। খারাপ সময় কাটিয়ে ইতিহাস গড়ে ফিরলেন টিংহ্যামশায়ারের অধিনায়ক। ম্যারাথন ব্যাটিংয়ে গড়লেন ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এর কীর্তি। ভেঙে দিলেন ৭৪ বছর পুরোনো রেকর্ড।

ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থেকে যান হামিদ। ১০ ঘন্টা ২১ মিনিট ক্রিজে কাটিয়েছেন ২৭ বছর বয়সী এই ওপেনার।
কাউন্টির প্রথম শ্রেণির ক্রিকেটে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’-এ নটিংহ্যামশায়ারের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। হামিদ ছাড়িয়ে গেছেন চার্লি হ্যারিসকে। ১৯৫০ সালে ট্রেন্ট ব্রিজেই হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন হ্যারিস।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি এত বছরের রেকর্ড ভেঙে দেওয়ায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলা হামিদ। তিনি বলেন, ‘এখন আমাকে বলার আগ পর্যন্ত এই রেকর্ড সম্পর্কে আমি জানতাম না। এটি এমন কিছু, যখন আমি পেছনে ফিরে তাকাব, এই অর্জনের জন্য গর্বিত হব। ৭৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভাঙা আনন্দদায়ক। প্রথম শ্রেণিতে এটি আমার প্রথম ডাবল সেঞ্চুরি, তাই দারুণ ব্যাপার।’
যে কারণে প্রেসিডেন্ট খেলাইফির সঙ্গে এমবাপের ‘তুমুল বাকবিতণ্ডা’
এই ইনিংসের আগে আসরে চার ম্যাচের ৮ ইনিংস মিলিয়ে হামিদের রান ছিল মাত্র ১৫৮। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৪১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


