জুমবাংলা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের সার্বিক কর্মকান্ড সর্বসাধারণকে অবহিত করণের লক্ষ্যে নওগাঁর সাপাহারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে আগামী রবিবার থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই উপজেলায় মোট ১৫ হাজার ৪শ’ ৫৩ জন নিম্ন আয়ের মানুষ টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন। এক্ষেত্রে প্রতিকেজি চিনির মূল্য ৫৫টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬৫টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১০টাকা, প্রতিকেজি পেঁয়াজ ৩০টাকা, প্রতিকেজি ছোলা ৫০টাকা, প্রতি কেজি খেজুর ৮০টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য বিক্রির জন্য সাপাহারে সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আগামী কাল দুটি ডিলারের মাধ্যমে জনপ্রতিনিধিদের সহায়তায় উপজেলা পরিষদের সামনে ও সদর ইউনিয়ন পরিষদের সামনে হোল্ডারদের মাঝে পণ্য বিক্রয় করা হবে। সকল টিসিবি কার্ডধারীকে কার্ডসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। হোল্ডার কার্ড ব্যাতিত পণ্য সংগ্রহ করা যাবে না।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খাদিজা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আদম আলী, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নিখিল বর্মন, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা সহ স্থানীয় ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।