স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। ব্যাটে-বলে ব্যর্থতায় নিউ জিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১.২ ওভারে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় কিউইরা।
স্বায়ী অধিনায়ক হিসেবে এটাই তামিম ইকবালের প্রথম বিদেশ সফর। এছাড়া এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। সে লক্ষ্যেই মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু পারেনি।
দলের এমন হারে ব্যাটসম্যানদের দায়ী করেছেন অধিনায়ক তামিম। ম্যাচশেষে তিনি বলেন, হ্যাঁ, তারা ভালো বোলিং করেছে এ নিয়ে সন্দেহ নেই। দোষটা আসলে আমাদেরই। আমদের ব্যাটসম্যানরা কোথাও গর্বের কিছু করে দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, প্রস্তুতি নিয়ে আমাদের অভিযোগ করার কিছু নেই। এখানে দুই দিন ধরে আমরা আছি। এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন নয়। জানতাম আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা আশা করব সামনের ম্যাচে ভালো পারফরম্যান্স করার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


