৮ ঘণ্টার বৈঠকের পর অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচের পদ থেকে হঠাৎ সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ৮ ঘণ্টার ম্যারাথন এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেয়েছিলেন তিনি। সেটি না আগানোয় ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ল্যাঙ্গার।

তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের জুন পর্যন্ত।

এদিকে ল্যাঙ্গার আর অসিদের কোচ থাকছেন না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন তার ম্যানেজার জেমস হ্যান্ডারসন।

হ্যান্ডারসন লিখেছেন, ‘খেলোয়াড় হিসেবে অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে জেতার পর অবসর নিয়েছিলেন ল্যাঙ্গার। আজ সে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব শেষ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতার মাধ্যমে। ২০১৮ সালে কোন অবস্থায় সে দায়িত্ব নিয়েছিল, সেটি না হয় ভুলেই যাই।’

এরপর শনিবার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ল্যাঙ্গারের ম্যানেজম্যান্ট কোম্পানি ডিএসইজি জানিয়েছে, অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচের দায়িত্বে আর থাকছেন না ল্যাঙ্গার। তার পদত্যাগের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ল্যাঙ্গারের এই পদত্যাগ গ্রহণ করে তাকে ধন্যবাদ জানিয়েছে তার অসাধারণ নেতৃত্বের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘২০১৮ সালে অস্ট্রেলিয়ান পুরুষ দলের কোচ হওয়ার পর থেকে জাস্টিনকে তার অসামান্য নেতৃত্বের জন্য এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এবং অ্যাশেজে ৪-০ তে জয়ে দলকে গাইড করার জন্য ধন্যবাদ জানাতে চাই। জাস্টিন শুধু গেমের কিংবদন্তি নন, একজন অসামান্য ব্যক্তিও।’

অসাধারণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের পর কোচিং ক্যারিয়ারেও সাফল ছিলেন ল্যাঙ্গার। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর দলকে সকল সাফল্য এনে দিয়েছেন তিনি। ল্যাঙ্গারের অধীনেই ২০২১ সালে অধরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অজিরা।

অবসরের আগে দুটি ইচ্ছার কথা জানালেন ওয়ার্নার

এদিকে দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া দল। পূর্বে ল্যাঙ্গারের অধীনেই যাওয়ার কথা থাকলেও এখন নতুন কোচকে সঙ্গী করে পাকিস্তানে পাড়ি জমাবে অস্ট্রেলিয়া। এরই মধ্যে তার পরিবর্তে কে হতে পারেন অস্ট্রেলিয়ার পরবর্তী কোচ তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেখানে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, জেসন গিলেস্পির সঙ্গে নাম আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়েরও।