বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চলতি বছর কোয়ালকমের স্ন্যাপড্র্যাগন ৮ জেন ১ প্রসেসরসংবলিত স্মার্টফোন বাজারে আসার গুঞ্জন রয়েছে। তবে সম্প্রতি জানা গেছে, অত্যাধুনিক স্ন্যাপড্র্যাগন ৮ জেন ১ প্লাস চিপটি নির্ধারিত সময়ের আরো আগেই বাজারে আসতে পারে। খবর টেকরাডার।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোর মোবাইল চিপ এক্সপার্টের তথ্যানুযায়ী, চলতি বছর চিপ প্রকাশকাল ত্বরান্বিত হতে পারে। ফলে শিগগিরই অত্যাধুনিক চিপসেটসংবলিত অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
তাইওয়ানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএমএসসি শিগগিরই স্ন্যাপড্র্যাগন ৮ জেন ১ প্লাস বাজারজাত করার আদেশ পেয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে চিপটি বাজারে আসার কথা থাকলেও প্রাপ্ত তথ্য সঠিক হলে, আরো আগেই নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি সংযুক্ত হতে পারে।
স্ন্যাপড্র্যাগন ৮ জেন ১ প্রসেসরটি দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং তৈরি করেছিল। এরই মধ্যে গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনে এটি ব্যবহার করা হয়েছে। ওয়ান প্লাস ১০ ফোনও এ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে।
তথ্যানুযায়ী, কোয়ালকম স্ন্যাপড্র্যাগন জেনারেশন ১ মোবাইল প্রসেসরটি পূর্ববর্তী স্ন্যাপড্র্যাগন ৮৮৮-এর থেকে ২০ শতাংশ গতিশীল হবে। গতি বাড়লেও ব্যবহারের ক্ষেত্রে ফোনের ৩০ শতাংশ শক্তি বাঁচাবে চিপটি।
স্মার্টফোন বাজার স্থিতিশীল নয়। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি দিয়ে ব্যবহারকারীদের আকর্ষণ করার চেষ্টায় টেকজায়ান্টরা। পিক্সেল সিক্সে কোয়ালকমের পরিবর্তে গুগলের নিজস্ব টেনসর চিপ ব্যবহার করা হচ্ছে। মিডিয়াটেকও নিজস্ব আধুনিক মোবাইল সিপিইউ উদ্ভাবন করেছে। ফলে চাপ বেড়েছে কোয়ালকমের ওপর। তাই নতুন প্রসেসর আনতে তাগিদ অনুভব করছে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।