স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। বিশেষ করে ওয়ানডে, টি-টোয়েন্টিতে তাকে তুলনা করা হয় বিরাট কোহলির সাথে। সেই বাবর আজমকে কোচ হিসেবে খানিকটা সময়ের জন্য পেয়েছে লাহোরের ৮ বছর বয়সী খুদে নারী ক্রিকেটার সামিয়া আফসার।
লাহোরের মেয়ে সামিয়া ক্রিকেট খেলতে শুরু করে মাত্র ৩ বছর বয়সে। বর্তমানে স্থানীয় একটি একাডেমিতে চালিয়ে যাচ্ছে অনুশীলন। বাবর আজমের বিরাট ভক্ত সে। খুদে এই শিশুর ব্যাটিংয়ের একটি ভিডিও নজরে আসে বাবর আজমেরও। এরপরই তার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন পাকিস্তানি ওয়ানডে অধিনায়ক।
টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। সেখান থেকেই একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। পাকিস্তানী তারকার সঙ্গে কিছুটা সময় অনলাইন আড্ডায় মাতে তার খুদে ভক্ত। হাসতে হাসতেই বাবর জানান, সামিয়ার কাভার ড্রাইভার তার চেয়েও ভালো!
কথায় কথায় সামিয়া জানায় তার পুল শট খেলতে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে বাবর তাকে নানা পরামর্শ দেন। বাহু ফ্রি করে, শান্ত থেকে পুল করার পরামর্শ দেন। ব্যাটিংয়ের সময় ব্যাকফুটেও কিছুটা সমস্যা হয় বলে জানায় সামিয়া। তার সমাধানও বাতলে দেন বাবর। সবমিলিয়ে খুদে এই ক্রিকেটারকে ধৈর্য্য ধরে রেখে, তার অনুশীলন চালিয়ে যাওয়ার এবং কঠোর পরিশ্রমের পরামর্শ দেন বাবর আজম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।