জুমবাংলা ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কল পেয়ে সাউদিয়া এয়ারলাইন্সে করে সৌদিফেরত এক যাত্রীর কাছ থেকে বৃহস্পতিবার আড়াই কেজি সোনা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
বৃহষ্পতিবার ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সৌদি আরব থেকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে এক যাত্রী অবৈধভাবে কয়েক কেজি সোনা দেশে নিয়ে যাচ্ছেন এবং দুপুর দেড়টায় তার ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার কথা রয়েছে।
এর পরপরই ৯৯৯ থেকে বিষয়টি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে এয়ারপোর্ট এপিবিএনের একাধিক দল প্রস্তুত হয়।
পরে এয়ারপোর্ট এপিবিএন নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৯৯৯ কে ফোন করে জানানো হয় যে এপিবিএনের গোয়েন্দা দল সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসভি ৮০৮ থেকে সুমন নামে এক যাত্রীকে আটক করেছে এবং তার কাছ থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।