জুমবাংলা ডেস্ক : এক মাস আগেই পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছেন মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। সঙ্গে ঈদুল ফিতরের তারিখও জানিয়েছে তারা।
কাজাখস্তানের সংবাদমাধ্যম আজাত্তাক রায়হি জানিয়েছে, দেশটির ‘মুসলিম প্রশাসন’ জানিয়েছে, আগামী ১ মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। আর লাইলাতুল কদর পালিত হবে ২৬ থেকে ২৭ মার্চ রাতে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হিজরি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে।
রমজান ও ঈদুল ফিতর ছাড়াও ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিম প্রশাসন। তারা বলেছে, কাজাখস্তানে আগামী ৬, ৭ ও ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে বিশ্বের বেশিরভাগ দেশে এখনো খালি চোখে চাঁদ দেখে রমজান ও দুই ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ইসলামের আতুরঘর সৌদি আরবেও এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র থাকলেও; দেশটি খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দিয়ে থাকে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র গত ২৮ জানুয়ারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানায়। তারা বলে, যেহেতু শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়; সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রজমানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকরা বলছেন, ওইদিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী ১ মার্চ থেকে ওই অঞ্চলে শুরু হবে পবিত্র মাস।
সূত্র: আজাত্তাক রায়হি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।