লাইফস্টাইল ডেস্ক : মুদ্রাস্ফীতির অভিশাপে একাকার হয়ে গেছে শ্রীলঙ্কার অর্থনীতি। বাজারে যাচ্ছেতাই দামে বিক্রি হচ্ছে পণ্য। একটি ডিমের দাম ৩০ টাকা, চালের কেজি ১৯০ টাকা, গম ২২০ টাকা। রিপোর্ট ইন্ডিয়ান টুডের।
রিপোর্টে বলা হয়: “একদিকে ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে বাজারে বেখায়ালিভাবে মুদ্রা ছাপিয়ে ছাড়ায় সৃষ্ট মূল্যস্ফীতি। উপরি হিসেবে আছে সরকারের আহাম্মকি কিছু সিদ্ধান্ত ও বেশুমার দুর্নীতি। এতসব নেতিবাচক প্রভাবে একসময়ের দক্ষিণ এশিয়ার সমৃদ্ধিশালী দেশ শ্রীলঙ্কা এখন পরিণত হতে যাচ্ছে অচল রাষ্ট্রে।
”স্বাধীনতার পর ৭৪ বছরে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হয়নি শ্রীলঙ্কা। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সৃষ্টি হতে পারে ভয়াবহ সংকট।
”সাম্প্রতিক সময়ে দেশটির বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গম ও চাল বিক্রি হচ্ছে শ্রীলঙ্কার মুদ্রায় যথাক্রমে কেজিপ্রতি ২২০ ও ১৯০ টাকায়।
”প্রতি কেজি চিনির দাম পড়ছে ২৪০ টাকা, নারকেল তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮৫০ টাকায়। একটি ডিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এ ছাড়াও এক কেজি গুঁড়া দুধের প্যাকেটের দাম এখন ১ হাজার ৯০০ টাকা।
”শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন সরকারি হিসাবে ১৮ দশমিক ৮ শতাংশ, আর খাদ্যপণ্যে তা ৩০ দশমিক ১ শতাংশ। তবে বেসরকারি হিসাবে মূল্যস্ফীতি ৫৫ শতাংশের বেশি। এ অবস্থায় খাদ্য আমদানির প্রয়োজন হয়। দেশটির বাণিজ্য ঘাটতিই এখন ১০০ কোটি ডলারেরও বেশি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।