জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে দুই কেজি ওজনের একটি ইলিশের দাম হাঁকা হয়েছে ৫ হাজার টাকা। সোমবার সন্ধ্যায় শহরের সবুজবাগ মোড়ের বাজারে এ মাছটি ওঠে। কিন্তু অতিরিক্ত দামের কারণে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মাছটির ক্রেতা মেলেনি।
জানা যায়, মঙ্গলবার পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ইলিশটি। পরে স্থানীয় আড়ত থেকে অনেক চড়া দামে এ মাছটি কিনে আনেন শহরের সবুজবাগ এলাকার মাছ ব্যবসায়ী হারুন অর রশিদ (৫৫)। দুই কেজি ওজনের এ ইলিশ মাছটির কেজি হাঁকা হয় ২ হাজার ৫০০ টাকা। এতে মাছটির দাম পড়ে ৫ হাজার টাকা।
বর্তমানে পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলে ইলিশের আকাল চলছে। সাগর ও নদী কোথাও ইলিশ ধরা পড়ছে না। স্থানীয় বাজারে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজিও ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
মাছ বিক্রেতা হারুন অর রশিদ জানান, পায়রা নদীর মাছ সুস্বাদু হওয়ায় দাম একটু বেশি হয়ে থাকে। বড় আকারের ইলিশ সাধারণত ধরা পড়ে না। দাম বেশি হওয়ায় ইলিশটি কেনার সামর্থ্য হয়নি কারও।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, কমলনগরে একটি ইলিশ ৪ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। দুই কেজি ৩০০ গ্রাম ওজনের এ মাছটি গত সোমবার রাতে উপজেলার মতিরহাট মাছঘাটে বিক্রি করা হয়।
স্থানীয় জেলে মিনু সর্দারের জালে ধরা পড়া ওই মাছটি ব্যবসায়ী রিয়াজ হোসেন কিনে নেন। তিনি বলেন, নিলামে সর্বোচ্চ ৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নিই। মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়েছে। আশা করছি, মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।