জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে দুই কেজি ওজনের একটি ইলিশের দাম হাঁকা হয়েছে চার হাজার টাকা। সোমবার সন্ধ্যায় শহরের সবুজবাগ মোড়ে মাছের বাজারে এ মাছটি ওঠে। কিন্তু অতিরিক্ত দামের কারণে মঙ্গলবার বিকেল পর্যন্ত এটি বিক্রি করতে পারেননি বিক্রেতা জালাল আহমেদ মৃধা।
মাছ বিক্রেতা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়ে দুই কেজি ওজনের বিশাল সাইজের ইলিশটি। পরে ওই জেলেদের কাছ থেকে অনেক চড়া দামে সেটি কিনে আনেন সবুজবাগ মাছ বাজারের এ ব্যবসায়ী। মাছটির কেজি হাঁকা হয় ২ হাজার টাকা। এতে মাছটির মোট দাম ৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।
অভিনয় ছেড়ে রাজমিস্ত্রির কাজ করছেন ঐশ্বর্য, তুমুল ভাইরাল ভিডিও
ইলিশ বিক্রেতা মো. জালাল আহমেদ মৃধা জানান, পায়রা নদীর মাছ সুস্বাদু হওয়ায় অন্যান্য নদী কিংবা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি হয়ে থাকে। এ ধরনের দুই কেজি ওজনের বড় সাইজের ইলিশ সাধারণত পাওয়া যায় না। তাই ক্রেতারাও বিভিন্ন সময় চড়া দামে পায়রা নদীর ইলিশ কিনে নেন। আশা করি, এ ইলিশটিও বিক্রি হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।