জুমবাংলা ডেস্ক : পানছড়িতে একটি কাঁঠাল বিক্রি হয়েছে ১১০০ টাকায়। কাঁঠালটির ওজন প্রায় ২৩ কেজি। উপজেলার লোগাং বাজারে থেকে কাঁঠালটি ক্রয় করেন স্থানীয় আরমান মোল্লা।
জানা যায়, লোগাং বাজারের বাসিন্দা আমির খাঁর ছেলে রাজন খাঁ বাজারে কাঁঠালটি বিক্রির জন্য নিয়ে আসেন।
কাঁঠালটির আকার, ওজন ও দাম শুনে একনজর দেখার জন্য ছুটে আসে উৎসুক জনতা। ২০০০ টাকা দাম হাঁকালেও অবশেষে ১১০০ টাকা রফা হয়। ১১০০ টাকায় পানছড়িতে কাঁঠাল বিক্রি একটি ইতিহাস বলে জানালেন প্রবীণরা।
অনেকের দাবি, যেখানে পানছড়িতে ১০০ টাকায় এক হালি কাঁঠাল মেলে সেখানে একটির দাম ১১০০ মানেই এটি একটি ইতিহাস।
উপজেলা কৃষি অফিস বলছে, মৌসুমে বাজারে এর চেয়ে বড় কাঁঠালও বাজারে দেখা যায়। মূলত এটা বারোমাসি কাঁঠাল। তাই বেশি দামে শখ করে ক্রয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।