জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে গোপাল হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটির দাম হয়েছে ২০ হাজার টাকা।
শনিবার বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের নিচু এলাকায় জেলে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে গোপাল হালদার ১৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের কেচমত মোল্লার আড়তে নিয়ে আসলে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী আরিফা-চাঁদনী মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
কৃষ্ণাঙ্গ বক্সার ইদ্রিস ভার্গোর সঙ্গে শ্রাবন্তী, নোংরা মন্তব্যের শিকার
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে গোপাল হালদারের কাছ থেকে পাঙ্গাস মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। এখন ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।