বিনোদন ডেস্ক : এদিকে সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যেখানে তার সঙ্গে আছেন এক কৃষ্ণাঙ্গ মডেল বক্সার। যার নাম ইদ্রিস ভার্গো। এবার কৃষ্ণাঙ্গ বক্সার ইদ্রিস ভার্গোর সঙ্গে শ্রাবন্তী। ইনস্টাগ্রামে শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ইদ্রিস।
শেয়ার করা পোস্টে ইদ্রিস লিখেছেন, ‘আমার প্রথম বলিউড প্রজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।’ শ্রাবন্তী ও ইদ্রিস ভার্গোর এই ছবির নিচে কেউ কেউ ইদ্রিসের ক্যাপশন শুধরে দেয়ার চেষ্টা করেছেন। তাদের দাবি, এটা বলিউড প্রজেক্ট নয়, টলিউড প্রজেক্ট হবে।
নতুন এই সিনেমার শুটিং চলছে লন্ডনে। সেখান থেকে শ্রাবন্তী নিজেও ছবি শেয়ার করছেন। যদিও খোলাসা করেননি কিছুই। তবে ইদ্রিস ভার্গোর পোস্টের পর বিষয়টি চর্চায় উঠে এসেছে।
জানা গেছে, ইদ্রিস ভার্গো একজন পেশাদার বক্সার। এর পাশাপাশি মডেলিং, অভিনয় করেন। তিনি ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায় প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।