জুমবাংলা ডেস্ক : করপোরেশনের এক চিঠিতেই ১০টি ভুল ধরা পড়েছে। এর মধ্যে সম্মানিত অতিথি স্থানীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের নামের বানানে দুটি ও বিশেষ অতিথি খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহর উপাধিতে বানান ভুল রয়েছে।
এক চিঠিতে এতগুলো ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন- সিটি মেয়র তালুকদার আবদুল খালেক সিটি নির্বাচনে জয়ের পরও দায়িত্ব না পাওয়ায় সিটি করপোরেশন অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে।
বর্তমানে কর্মকর্তারা অফিসের নির্দিষ্ট কর্মকান্ডের বাইরে আর কোনো কাজে আগ্রহী হচ্ছেন না। স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ১৭-১৯ সেপ্টেম্বর শহীদ হাদিস পার্কে ৩ দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিঠিতে ‘মন্ত্রণালয়’ বানান ‘মন্ত্রনালয়’, ‘সেখ সালাহউদ্দিন জুয়েল’ বানানে ‘শেখ’ ও ‘সালাউদ্দিন’, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদবি ‘পিইঞ্জ’ এর বদলে ‘পি ইঞ্জু’, ‘সেপ্টেম্বর’ বানান ‘সেপ্টম্বর’, হাদিস পার্কের সামনে ‘শহীদ’ ব্যবহার না করা, আলোচনা বানানে ‘আলোচনা’ লেখা, ‘সবান্ধবে’ এর বদলে ‘স্ব-বান্ধন’, ইংরেজি ‘র্যালি’ শব্দটি ভুল বানানে ‘র্যালী’, ‘হাদিস’ বানানটি কখনো ‘হাদিস’ কখনো ‘হাদীস’ লেখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।