আন্তর্জাতিক ডেস্ক : গিস লে পেলিকোতের সাবেক স্বামীকে অভিযুক্ত করেছে ফ্রান্সের আদালত, তার বিরুদ্ধ ধর্ষণসহ অন্যান্য অভিযোগ আনা হয়। এসব অভিযোগে ফরাসি ব্যক্তি ডমিনিক পেলিকটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আদালত তাকে এ সাজা দেয়। খবর আল জাজিরা
তার বিরুদ্ধে মাদক পরিবহন এবং অন্যান্য পুরুষদের দ্বারা গিস লে পেলিকোতকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এই জঘন্য কাজটি তিনি প্রায় এক দশক ধরে করেছেন।
এই মামলায় আদালত ৫১ জনকে দোষী সাব্যস্ত করেছে। ঘটনাটি পুরো বিশ্বে আড়োলন তৈরি করেছিল। রায়ের দিন গিস লে আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচারক রজার আরাতা একে একে সবার রায় ঘোষণা করেন।
ফ্রান্সের ইতিহাসে মামলাটি গত কয়েক মাস ধরে আড়োলন তৈরি করে। কারণ ৭২ বছর ডমিনিক পেলিকট স্বীকার করেছেন তিনি তার ৫০ বছর বয়সী স্ত্রীকে মাদকদ্রব্য খাওইয়ে অনলাইনে অন্য পুরুষের দ্বারা ধর্ষণের জন্য লোকজন যোগাড় করতেন এবং ধর্ষণের চিত্র ধারণ করতেন।
আদালতে কয়েকজন তাদের ভুল স্বীকার করেছেন। তবে অন্যরা বলেছেন, তারা মনে করতে গিস লের যৌন মিলনে সম্মতি রয়েছে।
রায়ের দিন গিস লে পেলিকোতে আদালতের কাছে দাবি করেন, তার সাবেক স্বামী যে ভয়ঙ্কর কাণ্ড করেছেন এবং ধর্ষণের ভিডিও ধারণা করেছেন তা আদালতে দেখানো উচিত।
গত অক্টোবরে আদালতে তিনি বলেছিলেন, ‘এ ঘটনায় আমি লজ্জিত হব না, এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার কোনো ভুল নেই। বরং অপরাধীরাই এ ঘটনায় লজ্জিত হবে।’
ওটিটির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে ভুল করেও দেখবেন না
গিস লে পেলিকোত ফ্রান্সে একজন নারীবাদী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। কারণ তার এ ঘটনাটি পুরো ফ্রান্স জুড়ে আলোড়ন তৈরি করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।