বিনোদন ডেস্ক : গ্রেটা গেরভিগের ‘বার্বি’ বক্স অফিসে একশ কোটি ডলারের ব্যবসা করল। যেটা একক নারী পরিচালক হিসাবে রেকর্ড গ্রেটার। খবর ডয়েচে ভেলের
একশ কোটি ডলার মানে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার আটশ কোটি টাকা। সিনেমার পরিবেশক বলেছেন, বক্স অফিসে সিনেমাটি যে এরকম সাফল্য পাবে তা কেউই ভাবেননি।
ওয়ার্নার ব্রাদার্সের রোববার জানিয়েছে, ‘আড়াই সপ্তাহের মধ্যেই ‘বার্বি’ একশ কোটি ডলারের ব্যবসা করে ফেলেছে। তার মধ্যে ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে আমেরিকা ও কানাডায়। বাকিটা বিশ্বের অন্য দেশে।’
সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে জেফ গোল্ডস্টেইন ও অ্যান্ডু ক্রিসপ বলেছেন, ‘আমরা বাক্যহারা। সিনেমাটি এরকম সাফল্য পাবে বলে অতি আশাবাদীরাও ভাবতে পারেননি।’
ছবির পরিচালক ও সহ-লেখক গ্রেটা গেরভিগ একটা রেকর্ড করে ফেলেছেন। তিনিই প্রথম নারী সিনেমা পরিচালক, যিনি এককভাবে পরিচালনা করে এই সাফল্য পেলেন। এর আগে য়ে নারী পরিচালকরা এই সাফল্য পেয়েছেন, তারা কেউ একা সিনেমাটি পরিচালনা করেননি। সঙ্গে আরো এক বা একাধিক পরিচালক ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।