জুমবাংলা ডেস্ক : বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
প্রবাসী ও তাদের পরিবারদের অন্য দাবিগুলো হলো— পাঠানো রেমিট্যান্সের ওপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা নিশ্চিত করা, এয়ারপোর্টে প্রবাসীদের যথাযথ সম্মান নিশ্চিত করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ চুরি বন্ধ করে লাগেজের সুরক্ষা নিশ্চিত করা, বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের সাধারণ ক্ষমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া দূতাবাসগুলোকে রাজনীতি মুক্ত রাখারও দাবি জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।