জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১১০ জন নারীকর্মীকে তাঁদের সঞ্চয়ের ১ কোটি ৩২ লাখ টাকা প্রদান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ বিতরণ করা হয়।
এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচি-৩ (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৪ বছর মেয়াদী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন কাজে নিয়োজিত ১১০ জন নারীর প্রত্যেককে ১ লাখ ২০ হাজার ৫১৭ টাকা করে প্রদান করে সনদপত্রও দেওয়া হয়।
হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বক্তব্য রাখেন- এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।