১২ দিনের ব্যাটারি লাইফ সুবিধা নিয়ে রিয়েলমি ব্যান্ড ২

রিয়েলমি ব্যান্ড ২

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জীবনকে আরও সহজ করে তুলতে, ডিজিটাল বিপ্লব নিয়ে এসেছে বহু হেলথ ডিভাইস, যার মধ্যে একটি হল ফিটনেস ব্যান্ড।এই ফিটনেস ব্যান্ডের নাম রিয়েলমি ব্যান্ড। এতে রয়েছে ব্লুটুথ সিঙ্কিং-এর মতো সিংক ফিচার্স এবং পানি প্রতিরোধক, লক্ষ্য নির্ধারণ এর মতো অন্য ফিচার্সও।

রিয়েলমি ব্যান্ড ২

এতে রয়েছে LCD ডিসপ্লের পাশাপাশি রয়েছে 0.96 Inch স্ক্রিন সাইজ এবং 160 x 80 pixels স্ক্রিন রেজলিউশন। এছাড়াও অতিরিক্ত ফিচার্স হিসেবে রয়েছে ইনকামিং কল, ক্যালেন্ডার, রিমাইন্ডার ।

রিয়েলমি ব্যান্ডের সাকসেসর হিসেবে আপগ্রেডেড এবং আপডেটেড ফিটনেস ব্যান্ড রিয়েলমি ব্যান্ড ২ লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি সংস্থার দাবি একবার চার্জ দিলে ১২ দিন পর্যন্ত এই স্মার্ট ফিটনেস ব্যান্ডে ব্যাটারি লাইফ বজায় থাকবে। রিয়েলমি ব্যান্ড ২ আসলে একটি ওয়াটার রেসিসট্যান্ট ডিভাইস। এছাড়াও এই ফিটনেস ব্যান্ডে রয়েছে প্রায় ৯০টি স্পোর্টস মোড।

এই ফিটনেস ব্যান্ডে রয়েছে ১.৪ ইঞ্চির একটি তাচস্ক্রিন ডিসপ্লে। রিয়েলমি ব্যান্ডের ডিসপ্লে সাইজ ছিল অ.৯৬ ইঞ্চি। রিয়েলমি ব্যান্ড ২- তে রয়েছে ৫০টিরও বেশি পার্সোনালাইজড ডায়াল ফেস এবং ইউজাররা নিজেদের পছন্দমতো ডায়াল ফেস বেছে নিয়ে তা কাস্টোমাইজ করারও সুযোগ পাবেন। এক্ষেত্রে পছন্দের ছবিও ব্যবহার করা যাবে।

এই ফিটনেস ব্যান্ডে রয়েছে ১৮ মিলিমিটারের interchangeable ব্যান্ড। অর্থাৎ গ্রাহক তাঁর পছন্দ অনুযায়ী স্ট্র্যাপ জুড়ে নিতে পারবেন এই ফিটনেস ব্যান্ডের সঙ্গে। রিয়েলমি ব্যান্ড ২- তে রয়েছে একটি GH3011 সেনসর, যা সর্বক্ষণ ইউজারের হার্ট রেট পর্যবেক্ষণ করে। এছাড়াও যদি হঠাৎ হার্ট রেট বেড়ে যায় অর্থাৎ সেফ জোনের বেশি থাকে তাহলে ইউজারকে অ্যালার্টও করা যায় এই ফিচারের সাহায্যে।

থ্রি ইডিয়টস-এর সেই রোগা ছেলেটি আজ হ্যান্ডসাম হিরো

রিয়েলমি ব্যান্ড ২ – এর সং রিয়েলমি লিঙ্ক অ্যাপ সংযুক্ত করা যায়। এর ফলে ইউজারের স্লিপ কোয়ালিটি অ্যানালিসিস বা পর্যবেক্ষণ সম্ভব। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিশেলে ইউজারের ঘুম পর্যবেক্ষণ করা যায়। এই অ্যাপ অ্যানড্রয়েড এবং আইওএস, দু’ধরনের স্মার্টফোনেই ব্যবহার করা যায়। রিয়েলমি ব্যান্ড ২- তে ৯০টি স্পোর্টস মোড রয়েছে। তার মধ্যে অন্যতম ক্রিকেট, হাইকিং, রানিং এবং আরও অনেক কিছুই রয়েছে।

জলের নীচে ৫০ মিটার পর্যন্ত এই ফিটনেস ব্যান্ড রেসিসট্যান্ট। অর্থাৎ নষ্ট হবে না। রিয়েলমি আবডস এয়ার এবং বিভিন্ন রিয়েলমি হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণ করতে পারে রিয়েলমি ব্যান্ড ২। এখানে রয়েছে ব্লুটুথ ভি৫.১ কানেক্টিভিটি।, রিয়েলমির এই ফিটনেস ব্যান্ডে ২০৪mAh ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, ১২ দিন ব্যাটারি লাইফ দিতে পারে এই বায়টারি (একবার চার্জ দিলে)। ফিটনেস ব্যান্ডের ওজন ২৭.৩ গ্রাম।