১২ কেজি ওজন কমালেন নিশো

আফরান নিশো

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের কাজ বর্তমানে অনেকটাই কমিয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আগের মতো আর ছোট পর্দায় দেখা যায় না তাকে। গত ছয় মাস ধরে করেননি কোনো নাটকের শুটিংও। এই ছয় মাসে ১২-১৩ কেজি ওজন কমিয়েছেন এই অভিনেতা। ঝরিয়ে ফেলেছেন শরীরের অতিরিক্ত মেদ।

আফরান নিশো

এদিকে সম্প্রতি বড় পর্দায় লিখিয়েছেন নিশো। নাম ‘সুড়ঙ্গ’। নির্মাণ করবেন রায়হান রাফী। এতে নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

আগামী মার্চে শুরু হবে সিনেমাটির শুটিং। এর জন্য এরইমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন নিশো। তবে হঠাৎই স্লিম নিশোকে দেখে চমকে গেছে ভক্তরা। তাদের মনে প্রশ্ন উঠেছে, তবে কী এই সিনেমার জন্যই এত ওজন কমালেন নিশো? এ বিষয়ে জানতে চাইলে মজার ছলেই দিলেন উত্তর অভিনেতা। বললেন, ‘শুধু সিনেমার জন্য নয়, ওজন কমিয়েছি নিজের জন্য, পরিবারের জন্য এবং সিনেমার জন্যও।’

এখন আমি একটু ঘুমাব : ফারুকী

উল্লেখ্য, সিনেমার পাশাপাশি চলতি বছর ওটিটির কাজে বেশ ব্যস্ত থাকবেন নিশো। ‘আ কমন ম্যান’ এবং আলোচিত সিরিজ কাইজার-এর দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’ করবেন তিনি। যুক্ত হবেন আরও কিছু কাজের সঙ্গে।