জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদে দোয়া ও মাহফিলের মিষ্টি খেয়ে ১২ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।
সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা জানান, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও মাহফিল হয়। মাহফিলে মিষ্টি (চমচম) খাওয়ার পরপরই ১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন। চারজন বেশি অসুস্থ হওয়ায় ফরিদপুরে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁরা শঙ্কামুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।