বিশ্বকাপে ১ বলে ১৩ রানের বিরল কীর্তি গড়লেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সাধারণত এক বলে সর্বোচ্চ ৬ রান হয়। ‘নো’ বল হলে সর্বোচ্চ হতে পারে ৭ রান। কিন্তু বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে ১ বলে হয়েছে ১৩ রান। যা বিশ্বকাপ ইতিহাসে বিরল একটি ঘটনাই বটে।

এদিন ওয়ানডে বিশ্বমঞ্চে দ্বিতীয় সেমিফাইনালে নেমেছিল অজিরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ১৩ রান তোলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

তৃতীয় ওভারে একটি ‘নো’ বল করেন প্রোটিয়া পেসার রাবাদা। এতে জোড়া ছক্কা হাঁকান হেড। রাবাদাকে টেনে মাথার ওপর দিয়ে ছক্কা। এরপর ফ্রি হিটে স্কুপ করে ছক্কা।

আর ‘নো’ বল থেকে আসে এক রান। ফলে একটি বৈধ বলে ১৩ রান তুলে নেওয়ার বিরল কীর্তি গড়েন তিনি।