খেলাধুলা ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। এমন সমীকরণ নিয়ে আজ বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ।
কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট হাতে খুব একটা বড় স্কোর দাঁড় করাতে পারেনি টাইগাররা। শুরু থেকেই ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। তার মাঝে বৃষ্টিটা যেন আশীর্বাদ হয়েই এসেছে বাংলাদেশের জন্য। বৃষ্টির পর থেকে ৬৭ রান জমা হয়েছে স্কোরবোর্ডে। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে তাই ১২৯ রানের মান বাঁচানো এক সংগ্রহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।