জুমবাংলা ডেস্ক : ‘২০১৪ ও ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম। এইবার ক্যামনে আটকাইতে হয় হেইডা আমরা জানি। এইবার বুইঝা-শুইনাই নামছি। বুইঝা-শুইনাই নামছি চোর ক্যামনে আটকাইতে হয়। হ্যারা কী করতে চাইতেছে, সব জানি। এইডা দেখবেন, ৭ তারিখে প্রমাণ কইরা দিমু।’
সম্প্রতি কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনী সভায় এসব কথা বলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
ইতোধ্যেই তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জাহাঙ্গীর আরও বলেন, ‘এইডা জনগণের ভোট। দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সবারই এইহানে চোখ আছে। আমরা বইলা দেই, ভোট বাক্স কন, আর রেজাল্ট কন, এইহানে কোনও দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। আপনারা শুধু ভোট কেন্দ্রে যাইয়েন আর ভোটটা দিয়েন। রক্ষা ক্যামনে করতে হয়, হেইডা আমরা দেইহা দিমু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।