ফরিদপুরে আবাসিক হোটেল থেকে ১৫জন তরুণ-তরুণী আটক

ভ্রাম্যমাণ আদালত

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫জন তরুণ-তরুণীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শহরের চকবাজার বেইলী ব্রিজে সংলগ্ন হোটেল গুলশান প্যালেসে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদের নেতৃত্বে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯জন তরুণ ও ৬জন তরুণীকে আটক করা হয়।

এদের মধ্যে ১৪জনকে বিভিন্ন অংকের সর্বমোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড ও এদের বিরুদ্ধে ১৮৬০ এর ১৯৯৪ ধারায় ৮টি মামলা প্রদান করা হয়। এছাড়া হোটেল ম্যানেজারকে ১মাসের কারাবাস প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আবাসিক হোটেল গুলশান প্যালেসে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অপরাধের হোটেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ হোটেলটি সিলগালা করা হয়।

টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে বাংলাদেশ

আবাসিক হোটেলে অভিযান পরিচালনা কালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ, সিভিল সার্জনের স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশিদসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।