জুমবাংলা ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ১ হাজার ৫১১ জন।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। নিয়োগের জন্য নির্বাচিত ১ হাজার ৫১১ জনের মধ্যে সোনালী ব্যাংকে ১৮৩ জন, জনতা ব্যাংকে ৮১৬ জন, অগ্রণী ব্যাংকে ৫০০ জন, রূপালী ব্যাংকে ৫ জন ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকে ৭ জন।
এর আগে নিয়োগের লক্ষ্যে গত ১২ মার্চ ২০২০ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাঁটি সমন্বিত ব্যাংক।নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পন্ন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে ব্যাংকার্স সিলেকশন কমিটি তা সংশোধনের অধিকার রাখে।
উত্তীর্ণদের রোল নম্বর দেখত ক্লিক করুন এখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।