স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়াকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন ১৬ বছরের স্কুলছাত্রী বান হিওইন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে এই পদক জয় করেছেন তিনি।
সোনার লড়াইয়ে বান হিওইনের সামনে ছিলেন চীনের হুয়াং ইউতিং। তার বয়সও বেশি নয়, মোটে ১৭। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাদের দুজনের স্কোর হয় সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়।
শুটঅফ জেতার মধ্য দিয়ে স্বর্ণপদক ছুঁয়ে দেখেন হিওইন। আর ১৭ বছরের ইউতিং জয় করেন রূপা। এবারের অলিম্পিকে হিওইনের এটি প্রথম পদক হলেও ইউতিং এর আগেও পদক জিতেছেন।
গত শনিবার সতীর্থ শেং লিহাওকে নিয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ইউতিং। তবে এবার হিওইনের কাছে হেরে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
প্রেমিকাকে খুশি রাখার কার্যকরী উপায়, কাজ করবে মুহুর্তের মধ্যে
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।