জুমবাংলা ডেস্ক: সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে পৌরসভার ভোট প্রদান করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সকাল সোয়া ৯টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
স্থানীয়রা জানান, নয়টার দিকে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কেন্দ্রে এসে দেখেন ভোটারের দীর্ঘ লাইন। এসময় স্থানীয় ভোটাররা তাকে সামনে গিয়ে ভোট প্রদানের অনুরোধ করলেও তিনি এ সুযোগ গ্রহণ করেননি। সাধারণের কাতারে দাঁড়িয়েই তিনি ভোট প্রদান করেন।
এ প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মন্ত্রী-এমপি’র বাইরে আমিও সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষ যদি ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করতে পারে তাহলে আমি কেন সাধারণের কাতারে দাঁড়িয়ে ভোট দিতে পারবো না? রাজনীতিবিদরা যদি জনগণের কষ্ট না বুঝি তাহলে কিভাবে জনগণের সেবা করবো?
তিনি বলেন, জনগণের কল্যাণেই রাজনীতি করি। জনগণের কাছে থাকার নামই রাজনীতি। ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



