বড়শিতে ধরা পড়লো ১৭ কেজির কোরাল, বিক্রি হলো যত টাকায়

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়লো ১৭ কেজি ওজনের এক বড় কোরাল মাছ।

রবিবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া এলাকার নাফ নদীতে এ মাছ বড়শিতে ধরা পড়ে।

জানা যায়, প্রতিদিনের মতো মাছ শিকারে যান মাহারাজার ছেলে মোস্তাক। তিনি পেশাগত একজন জেলে। নাফ নদীতে বড়শি ফেলে কিছু সময়ের মধ্যে ভাড়ি হয়ে ওঠে। প্রথমে ভয় পেলেও পরে নিজের দিকে টানা শুরু করেন। একদম কাছাকাছি চলে আসলে বড়শিতে মাছ ধরার বিষয়টি নিশ্চিত হন তিনি। কৌশলে মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে আসে। এতে উৎসুখ জনতার ভীড় লেগে যায়। পরে স্থানীয় ব্যবসয়ী মনু মিয়া ৫০০ টাকা কেজি ধরে মাছটি কিনে নেন।

টানা ৯৫ বছর কুরআন তেলাওয়াত চলছে নওয়াব শাহী জামে মসজিদে

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজালাল জানান, নাফ নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪/৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে। এতো বড় মাছ পেয়ে দরিদ্র জেলের চোখে মুখে খুশির ঝিলিক উঠেছে বলে জানান ওই ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৭ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরার খবর শুনেছি। পরে এক মাছ ক্রেতা ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

‘পাখি পাকা পেঁপে খায়’