আন্তর্জাতিক ডেস্ক : আলাস্কা এয়ারলাইন্সের একটি জেট বিমানের কিছু অংশ মধ্য আকাশে খসে পড়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) ১৭১ টি বোয়িং বিমানকে গ্রাউন্ডেড করে রাখার নির্দেশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে কিছু অংশ খসে পড়ার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ জেট বিমানের এসব বিমানকে গ্রাউন্ডেড করে রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ।
শুক্রবার ওই বিমান সংস্থার একটি বিমান থেকে কিছু অংশ খসে পড়ার পর তা যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যে জরুরি অবতরণ করানো হয়। ওদিকে ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, এফএএর নির্দেশনা মতো তারা ৭৯টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের পরীক্ষা সম্পন্ন করেছে।
বিমান সংস্থাটি বলেছে, উদ্ভূত পরিস্থিতিতে সার্ভিস থেকে প্রায় ৬০টি বিমান বাতিল করা হতে পারে। প্রতিটি বিমান পরীক্ষায় চার থেকে আট ঘন্টা সময় লাগতে পারে। যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) নিশ্চিত করেছে যে, যুক্তরাজ্যে নিবন্ধিত কোনো ৭৩৭ ম্যাক্স ৯ বিমান নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।