স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই হতে যাচ্ছে জীবনের শেষ খেলা নিউ জিল্যান্ডের (New Zealand) ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ রস টেলরের (Ross Taylor)। আগামী গ্রীষ্মে নিজের দেশের মাঠে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন এ মিডলঅর্ডার ব্যাটার। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে টেলরের।
টুইটারে বৃহস্পতিবার এ নিয়ে আবেগী পোস্ট দেন রস টেলর। লিখেছেন, ‘আগামী গ্রীষ্মে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে আরও দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। ১৭ বছরের অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয় #২৩৪। এটি একটি অসাধারণ যাত্রা এবং আমি যতদিন আমার দেশের প্রতিনিধিত্ব করেছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শ্রেষ্ঠদের সঙ্গে পথ চলা, তাদের বিপক্ষে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা খুবই সৌভাগ্যের বিষয়। এরপরও ভালো সময়ের অবসান হয় এবং অবসর নেওয়ার জন্য এই সময়টা আমার জন্য সঠিক মনে হয়েছে।’
আগামী বছরের প্রথম দিনেই মাউন্ট মাউঙ্গানুইতে বাংলাদেশের বিপক্ষে নামবে কিউইরা।
দলটির কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই হতে যাচ্ছে রস টেলরের ক্যারিয়ারের শেষ টেস্ট। এ সিরিজে মাঠে নিউ জিল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে বিদায় জানাবেন টেলর।
২০০৬ সালে ম্যাকলিন পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে-তে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে। এখন পর্যন্ত ২৩৩টি ওয়ানডে খেলে ২১টি সেঞ্চুরিসহ ৪৮.১৮ গড়ে ৮৫৮১ রান করেছেন রস টেলর। ১০২ টি-টোয়েন্টিতেও ১৯০৯ রান করেছেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে বে-ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি শেষ টি-টোয়েন্টি খেলেন।
টেলর আরও দুটি টেস্ট খেলবেন। অর্থাৎ ১১২টি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমে অবসর নেবেন তিনি। এখনও পর্যন্ত ১১০ টেস্টে তিনি ৭৫৮৫ রান করেছেন, যার মধ্যে তার সর্বোচ্চ ইনিংস ২৯০ রানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।