জুমবাংলা ডেস্ক : বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ১৬ কেজি ওজনের এক কোরাল মাছ। শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা যায়, পাথরঘাটার বিএফডিসির পাইকারি বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তুষখালী মৎস্য আড়তদার ব্যবসায়ী মো. ছগীর হোসেন। পরে মাছটি ২১ হাজার ৬৩৭ টাকায় বিক্রি করেন।
পাথরঘাটা বিএফডিসি বাজারের মো. সাইফুল ইসলাম বলেন, রাতে পাথরঘাটার হরিণঘাটা এলাকার বলেশ্বর নদীতে তুষখালী এলাকার জেলেদের জালে সাড়ে ১৬ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় পাইকাররা কিনতে না পারায় ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে বলেশ্বর নদীতে বড় এই কোরাল মাছ ধরা পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।