জুমবাংলা ডেস্ক : পরপর দুবার রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে ওই সাপটি নিয়ে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন মো. মোহন মণ্ডল নামে এক কলেজছাত্র। হাসপাতালে আসার পর চিকিৎসকরা তাকে নিশ্চিত করেন যে সাপ তাকে কামড়িয়েছে সেটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা। এখন তাকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা চলছে।
বুধবার (৩ জুলাই) গভীর রাতে জেলার ক্ষেতলাল উপজেলায়র মাজিয়াস্থল গ্রামে নিজ বাড়িতে শোয়া অবস্থায় কামড় দেয় সাপ। পরে সেই সাপকে মেরে হাসপাতালে উপস্থিত হন তিনি। মো. মোহন মণ্ডল মাজিয়াস্থল গ্রামের আলম মণ্ডলের ছেলে ও বগুড়া শাহ সুলতান কলেজের প্রথম বর্ষের ছাত্র।
মোহন মণ্ডল বলেন, রাতে ঘরে শুয়ে ছিলাম। রাত ১২টার পর পিঠের নিচে কিছু এটায় যেন কামড় দেয়। আলো জ্বালিয়ে কিছু দেখতে না পেয়ে আলো বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর হাত পেঁচিয়ে ধরে কিসে যেন আবারও কামড় দেয়।
আবারও আলো জ্বালিয়ে দেখি হাতে গায়ে ডোরা কাটা একটি সাপের বাচ্চা পেঁচিয়ে ধরে আছে। এরপর সাপটিকে মেরে চিৎকার দেই। রাতভর কবিরাজি চিকিৎসা করায় পরিবার। সকালে মৃত সাপ নিয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসি। এখন হাসপাতালে চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চত করে হাসপাতালের চিকিৎসক সিরাজুম মনিরা তামান্না বলেন, সকাল ১১টার দিকে ক্ষেতলাল উপজেলায় সাপে কামড়ানো একজন রোগী মৃত সাপের ছোট বাচ্চা নিয়ে হাসপাতালে আসেন। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।