জুমবাংলা ডেস্ক : বরিশালে বাস থামিয়ে ইলিশসহ অন্যান্য মাছ ছিনতাই ঘটনার প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর কাশিপুরের ভূইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ২৫ জানুয়ারি নগরীর রূপাতলি দপদপিয়া ব্রিজের টোল প্লাজায় যাত্রীবাহী বাস থামিয়ে ইলিশসহ অন্যান্য মাছ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন-কাশিপুর এলাকার মাছ ব্যবসায়ী রিয়াজ ভূঁইয়া ও কাউনিয়া বাঁশেরহাট এলাকার মশিউর রহমান সোহেল। এরা দুজনই কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের অনুসারী। এদের মধ্যে রিয়াজ সাবেক মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় বাদী হয়ে মামলা করেছে মাছের মালিক ইমন প্যাদা। মামলায় এর আগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পরে মাছ ছিনতাইয়ের প্রধান অভিযুক্ত রিয়াজ ভূঁইয়া ও সোহেলকে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।