জুমবাংলা ডেস্ক : বরগুনা পৌর মাছ বাজারে ২ কেজি ১২ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ৯ হাজার টাকা হাঁকা হলেও পরে সেটি ৩৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি বরগুনার স্থানীয় নদী বিষখালীতে জেলেদের জালে ধরা পড়ে।
শনিবার (১২ আগস্ট) বিকেলে বিশখালী নদীর ঢলুয়া ইউনিয়নের চলাভাঙ্গা এলাকার জেলে মাসুদ আহম্মেদের বৈধ জালে ইলিশটি ধরা পড়েছে বলে জানান আড়তদার ও ব্যবসায়ীরা।
বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের চলাভাঙ্গা বিষখালী নদীর অংশে ইলিশের জাল নিয়ে মাছ ধরতে যান একই এলাকার সরকার কর্তৃক নিবন্ধিত মাসুদ আহম্মেদ নামে এক জেলে। বিকেলে স্বাভাবিক নিয়মে জাল টেনে একটি বড় ইলিশসহ মোট ৫টি ইলিশ মাছ নিয়ে নদীর তীরে আসেন।
পরিবারের জন্য একটি ইলিশ রেখে বাকি ৪টি ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন। বাজারে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে নিলাম হয় মাছের। তবে কত টাকা নিলাম হয় তা জানা সম্ভব হয়নি। পৌর মাছ বাজারের এক খুচরা বিক্রেতা মাছটি কিনে বিক্রির উদ্দেশ্যে ডালায় সাজিয়ে রাখেন। আর প্রতিকেজি মাছের দাম হাঁকেন ৪ হাজার ৫০০ টাকা।
বরগুনা পাইকারি মাছের আড়তদার মো. সিদ্দিক শরিফ বলেন, ইলিশের ভরা মৌসুমে বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। সেই তুলনায় সরবরাহ খুবই কম। তাই দাম তুলনামূলক বেশি। বিষখালী নদীতে এর আগেও জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ে।
খুচরা মাছ বিক্রেতা মো. আবুল হোসেন বলেন, ২ কেজি ১২ গ্রাম ওজনের ইলিশ মাছটি দাম হাঁকিয়েছিলাম ৯ হাজার টাকা। ৮ হাজার টাকা হলেও মাছটি বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু বাজারে ক্রেতা না থাকায় পরে সেটি ৩৫০০ টাকায় বিক্রি করেছি।
ক্রেতা নূপুর, রিয়াদ ও শিক্ষক আব্দুল আজিজ ফরাজী বলেন, বাজারে মাছ কিনতে এসেছি। এ সময়ে ইলিশের দাম কম থাকার কথা। কিন্তু দাম অনেক বেশি। ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতিকেজি দাম ৬০০ টাকা। অন্য দিনের তুলনায় ১০০ টাকা বেশি।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা সাগরে কম মাছ ধরলেও নদীতে মাঝে মাঝে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। গত বছরের তুলনায় ইলিশ উৎপাদন বেড়েছে। জেলেদের জীবনমান উন্নতি হচ্ছে। ইলিশ মাছের ব্যাপক চাহিদা থাকার কারণে দাম তুলনামূলক ভালো। মাছের দাম বেশি থাকায় জেলেরা মোটামুটি লাভবান হচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।