জুমবাংলা ডেস্ক : ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ। ৬ হাজার ২০০ টাকায় এ ইলিশ কিনে নেন আড়তদার।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়ার তুলাতুলি মৎস্যঘাটে ইলিশটি তোলা হয়।
কামাল ব্যাপারী আড়তের ম্যানেজার মো. ইমতিয়াজ আহমেদ নাছিম বলেন, দুপুরে মেঘনা নদীতে জেলে মো. ইউসুফ মাঝির জালে ২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ উঠে আসে। পরে নদীতে বিভিন্ন সাইজের ইলিশ বিক্রির জন্য তিনি তুলাতুলি মৎস্যঘাটে নিয়ে আসেন। নিলামে সর্বোচ্চ দামে আমরা মাছটি কিনে নিই।
তিনি আরও বলেন, বর্তমানে ইলিশের কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। কিনে নেওয়া ইলিশটি রাতে বিক্রির জন্য বরিশাল আড়তে পাঠিয়ে দিই। আশা করছি ৭ হাজারের বেশিতে বিক্রি করতে পারবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



