স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের আল নাসর ও আল হিলালের যৌথ একাদশ পিএসজির মুখোমুখি হবে। তার মানেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ। এই দ্বৈরথ দেখতে মানুষের মধ্যে তুমুল আগ্রহ। তার প্রমাণ তো ম্যাচের টিকিটের জন্য অনলাইন আবেদনের সংখ্যার দিকে তাকালেই অনুমেয়।
কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে মেসি-রোনালদোরা। এর জন্য অনলাইনে টিকিট ছেড়েছে আয়োজক কর্তৃপক্ষ। ইএসপিএনের প্রতিবেদন মতে, এই ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। তা তো হওয়ার কথাই। সময়ের সেরা দুই মহারথীর খেলা দেখতে কার আগ্রহ থাকবে না!
রোনালদো রিয়াল মাদ্রিদে আসার আগেই মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীতা তৈরি হয়। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্পেনে পাড়ি জমান পর্তুগিজ তারকা। সেই থেকে আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে দ্বৈরথের মাত্রা বাড়ে তার। সেরার সেই প্রতিযোগিতা যেন এখনও চলছেই। কখনও মেসি এগিয়ে গেলে রোনালদোও তার সমক্ষক হন, মেসির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
২০১৮ সালে রোনালদো য়্যুভেন্তাসে পাড়ি জমালে মেসি-রোনালদোর সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় কিছুটা ভাটা পড়ে। যদিও তখনও কয়েকবার মুখোমুখি দেখা হয় তাদের। মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজি পাড়ি দেন। এরপর আর মেসি-রোনালদোর মুখোমুখি দেখা হয়নি। সেই অভাব মিটছে রোনালদো আল নাসরে আসায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।