আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত শিখ দম্পতি এবং তাঁদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৪ অক্টোবর সন্ধ্যায় কর্তৃপক্ষ নাইন ওয়ান ওয়ান থেকে কলে প্লেইনসবোরোর একটি বাসভবনে তল্লাশির অনুরোধ পায়।
পরে, প্লেইনসবোরো পুলিশ বাড়ি থেকে চারজনকে মৃত অবস্থায় পায়। পুলিশ বিষয়টিকে হত্যাকান্ড হিসেবে ধারণা করে তদন্ত শুরু করেছে।
নিহতরা হলেন তেজ প্রতাপ সিং (৪৩), তার স্ত্রী সোনাল পারিহার (৪২), তাদের ১০ বছর বয়সী ছেলে এবং ৬ বছরের মেয়ে (তাদের নাম জানা যায়নি)।
এ ঘটনায় শোক জানিয়েছেন মেয়র পিটার ক্যান্টু।
মালিক ঘরে না থাকলে কুকুর কী করে? গোপন ক্যামেরার ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রে এমন হত্যাকান্ডে হতবাক নিহতের স্বজনেরা। নিহত তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রীও চাকরি করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।