জেলের জালে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ

Lakkah Fish

জুমবাংলা ডেস্ক : পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।

Lakkah Fish

ট্রলারের জেলে মৃদুল জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুইবার জাল ফেলে ৯০টি লাক্ষা মাছ ধরতে পেরেছেন তাঁরা। প্রতিটি মাছের ওজন ১০-২০ কেজির মধ্যে। মাছগুলো গত শুক্রবার সকালে পিরোজপুরের বাদুড়া মৎস্য অবতরণকেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়।

ঘুমের আগে বালিশের নিচে রসুন রেখে দেখুন ম্যাজিক

ট্রলারের মালিক ইন্দুরকানী উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের ইউপি সদস্য মো. দুলাল ফকির। তিনি জানান, পর পর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তাঁর লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।