আন্তর্জাতিক ডেস্ক : ২০টি ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ওডেসা অঞ্চলে চলতি সপ্তাহে পঞ্চম হামলায় ইরানের তৈরি ২০টি ‘শাহেদ’ ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করার দাবি করলো কিয়েভ।
ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামকে বলেন, রাতে রুশ সন্ত্রাসীরা এ সপ্তাহে পঞ্চমবারের মতো ওডেসা অঞ্চলে হামলা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক কমান্ড জানিয়েছে, ওডেসা অঞ্চলে ১৪টি এবং মাইকোলাইভ অঞ্চলে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রাশিয়া ও ক্রিমিয়া থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছে। জুলাই মাসে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকে রাশিয়া দানিউব নদী এবং ওডেসা বন্দরে ইউক্রেনের শস্য রফতানি অবকাঠামোতে বিমান হামলা জোরদার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।